জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধি
সিলেট জেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এ ভোট অনেকটা উৎসবের আমেজেই অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ৮টিতে আওয়ামী লীগ, ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ২টিতে স্বতন্ত্রের ব্যানারে বিএনপি, ১টিতে জাতীয় পার্টি ও ১টিতে জাসদের প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি একটির ফলাফল এখনো পাওয়া যায়নি।
এদিকে দক্ষিণ সুরমা উপজেলায় ইউপি নির্বাচনে সিলাম ইউনিয়নে আওয়ামী লীগের শাহ ওলিদুর রহমান, লালাবাজারে আওয়ামী লীগের তোয়াহিদুল হক তুহিন, জালালপুরে আওয়ামী লীগের ওয়েছ আহমদ, দাউদপুরে আওয়ামী লীগের আতিকুল হক আতিক ও মোগলাবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী ফখরুল ইসলাম শায়েস্তা বিজয়ী হয়েছেন।
এদিকে গোয়াইনঘাট উপজেলায় ডৌবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী এম নিজাম উদ্দিন, তোয়াকুলে আওয়ামী লীগের মো. লোকমান, নন্দিরগাঁওয়ে আওয়ামী লীগের এস কামরুল ইসলাম আমিরুল, ফতেহপুরে আওয়ামী লীগের বিদ্রোহী আমিনুর রশিদ চৌধুরী, লেংগুড়ায় আওয়ামী লীগের মো. মুজিবুর রহমান ও রুস্তুমপুরে স্বতন্ত্রের ব্যানারে বিএনপির শাহাব উদ্দিন বিজয়ী হয়েছেন।
অপরদিকে জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর ইউনিয়নে জাতীয় পার্টির ফখরুল ইসলাম, চারিকাটায় জাসদের সুলতান করিম, দরবস্তে বিএনপি সমর্থিত বাহারুল আলম বাহার ও ফতেহপুরে আওয়ামী লীগের রফিক আহমদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার (২৮ নভেম্বর) রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চিকনাগুল ইউনিয়নের ফলাফল পাওয়া যায়নি। এ ইউনিয়নে আওয়ামী লীগের কামরুজ্জামান চৌধুরী ও স্বতন্ত্রের ব্যানারে প্রার্থী হওয়া বিএনপি নেতা এবিএম জাকারিয়ার মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে বলে জানা যায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy