মাসউদ রানা :
ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফুলবাড়ী’র আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৪ অক্টোবর দিনাজপুরের ফুলবাড়ি সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪ শত মানুষকে রক্তের গ্রুপ নির্ণয়সহ রক্তদানের সুফল এবং রক্তদাতাদের অনুপ্রাণিত করা হয়। যাতে রক্তের অভাবে কোন রুগির মৃত্যু না হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডাটাবেস তৈরি করা হয়েছে। প্রয়োজনের সময় গরিব ও মুমূর্ষ রোগীদের বিনামূল্যে রক্ত দেয়া হবে এই ডাটাবেস থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ভূমি ও ফুলবাড়ী পৌরসভার প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রাবি’র প্রাক্তন শিক্ষার্থী স্বজনের প্রতিষ্ঠাতা ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মনজুরুল হক, রাবি’র প্রাক্তন শিক্ষার্থী সহকারী অধ্যাপক মো. আজিজুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাব ও জেলা ক্যাবের নির্বাহী সদস্য, ফুলবাড়ী উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা। ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফুলবাড়ীর সদস্যদের মধ্যে রেজওয়ান বারী (রাবি) শিহাব বাবু (চবি) তুষার (ঢাবি) শান্ত (রাবি) মৌমিতা (ঢাবি) স্বর্ণালী (ঢাবি) রাকিব (জাবি) অনিমেষ (ঢাবি) প্রমুখ।
রক্তের গ্রুপ নির্ণয়ে টেকনিক্যাল সহযোগিতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন স্বজনের সভাপতি নূরনবী ইসলাম, সহ-সভাপতি হৃদয় হোসাইন, অর্থ সম্পাদক জুবেদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ, উপপ্রচার সম্পাদক সোহেল তানভীর।