প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ১১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২১, ৬:৩৫ পি.এম
ইটভাটার দেয়ালচাপা পড়ে নারী শ্রমিকের মৃত্যু

কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার দৌলতপুরে ইটভাটার দেয়ালচাপায় মদিনা বেগম (৫২) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিজু (৪৭) নামে এক শ্রমিক আহত হয়েছে।
রবিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি জর্দারপাড়া গ্রামে শহিদুল ইসলাম ওলি’র ইটভাটায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিক জর্দারপাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।
এই দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার এসআই তপন জানান, সোনাইকান্দি জর্দারপাড়া গ্রামে শহিদুল ইসলাম ওলি’র ইটভাটায় কাজ করা অবস্থায় ইটভাটার দেওয়াল ধ্বসে মদিনা বেগম নামে এক শ্রমিক চাপা পড়ে।
তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দূর্ঘটনায় চকদৌলতপুর গ্রামের মিজু নামে এক শ্রমিক আহত হলে তাকে স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy