প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১১:০৭ এ.এম
ইটভাটা মালিক হালিমের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর কালুখালিতে ইটভাটার মালিক হালিমকে মিথ্যা ১০ লক্ষ টাকার চাঁদা দাবি করেছেন বলে অভিযোগে মিথ্যা মামলা করেছেন জবর দখলকারী রফিকুল ইসলাম।ঘটনার সূত্রে জানা যায় মামলার বাদী মো: রফিকুল ইসলাম (৪৭) বড় কলকলিয়া, উপজেলা- কালুখালী, জেলা- রাজবাড়ী। আসামি মোঃ তরিকুল ইসলাম হালিম (৪৫)সাং- রাজবাড়ী,২। পলাশ আহমেদ (২৫)৩। রিজভী আহমেদ, উভয় পিং- তরিকুল ইসলাম হালিম, ৪। মো: টুটুল (৩০), ৫। মো: সোহেল (৩৫), ৬। মো: মিটুল (২৮), উভয় পিং- মৃত শফিউদ্দিন, সর্বসাং - সোনাপুর মোড়, উপজেলা - কালুখালী, জেলা-রাজবাড়ী। মামলার বিবরণে দেখাযায় যে কালুখালী থানাধীন মাজবাড়ি সাকিনে রাবেয়া এন্টারপ্রাইজ নামে এজটি ইটভাটা আছে । মামলায় অভিযুক্ত আসামিগণ এলাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায়। গত ২৭/৮/২০২৪ তারিখ সকাল অনুমান ১০ ঘটিকার সময় বর্ণিত ১,২ ও ৪ নং আসামিগণ ইটভাটায় আসিয়া বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে এবং বলে যে তোরা এলাকায় ইটভাটার ব্যবসা করতে হলে আগামী তিন দিনের মধ্যে আমাদের ১০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। যদি চাঁদা না দেওয়া হয় তাহলে তারা ইট ভাটায় কেউ আসতে পারবেনা, তাহলে তোদেরকে প্রাণে মারিয়া ফেলিবো এবং ভাটার সব ইট নিয়ে লুট করে নেওয়া হবে।বর্ণিত ১,২ ও ৪ নং আসামিগণ চাঁদা দাবি শেষে ইট ভাটা হইতে চলিয়া যায়। আসামিদের চাঁদা প্রদান না করায় ইটভাটার ম্যানেজার ও কর্মচারীদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করিয়া ভাটায় আসা বন্ধ করিয়া দেয়। কিন্তু আসামী হালিমের দাবি উক্ত ইট ভাটাটি হালিমের,তার ইটভাটা জোর করিয়া দখলে নেয় উক্ত মামলার বাদি মো: রফিকুল ইসলাম। হালিমের দাবি উক্ত ভাটা টি রাবেয়া বিকস নয় ভাটাটি মেসার্স সততা ব্রিকস কোম্পানি প্রোপাইটার মো: তরিকুল ইসলাম হালিম, যার লাইসেন্স নং- ৮৪, ফরিদপুর পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয় ফরিদপুর সদর, ছাড়পত্র নং ২৫৬,ব্রিকস কোম্পানি তাং-১৯-১১-২০১৯, যাহা মো: তরিকুল ইসলামের নামে ইসু আছে যা তদন্ত করলে বের হয়ে আসবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy