আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তা বিশ্বের অন্যতম জনবহুল শহরগুলোর অন্যতম। তবে জাকার্তায় বায়ু দূষণের মাত্রা বিপজ্জনক স্তরে চলে গেছে। যে কারণে শহরটি বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকে স্থান পেয়েছে।
এই পরিস্থিতিতে শহরটির বায়ু দূষণ ও জনসংখ্যার চাপ কমাতে নতুন রাজধানী তৈরি করছে ইন্দোনেশিয়া সরকার। যার নাম নুসানতারা।
জাকার্তা থেকে প্রায় দুই হাজার কিলোমিটার উত্তর-পূর্বে বোর্নিও দ্বীপে তৈরি হচ্ছে ইন্দোনেশিয়ার নতুন এই রাজধানী নুসানতারা।
২০২২ সালের মাঝামাঝি সময়ে নুসানতারার নির্মাণ কাজ শুরু করেছে ইন্দোনেশিয়া সরকার। ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ শতাংশ কাজ শেষ হয়েছে।
প্রসঙ্গত, বোর্নিওর ঘন জঙ্গলে রাজধানী স্থানান্তর করা হলে অনেক গাছ কেটে ফেলতে হবে। এতে অনেক প্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে যাবে। তবে সরকারের দাবি, দেশের কল্যাণে এই আধুনিক শহর গড়ে তোলা হচ্ছে।
২০২৪ সালের ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসে নতুন রাজধানী উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এটি সম্পূর্ণভাবে তৈরি হতে ২০৪৫ সালের আগস্ট পর্যন্ত সময় লাগবে
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy