ওয়াকিল আহমেদ,
শোবিজের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ছোট ও বড় দুই পর্দাতেই তিনি দেখিয়েছেন তার অভিনয় দক্ষতা। কয়েকদিন আগেই অভিনয়ের বাহিরে তিনি যুক্ত হয়েছেন দেশের ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সঙ্গে।
প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। একইসঙ্গে ইভ্যালির মিডিয়া এবং কমিউনিকেশনস প্রধান হিসেবেও দায়িত্ব পান ‘দেবী’ খ্যাত এ অভিনেত্রী।
স্বল্প সময়ে অনলাইন ক্রেতার মধ্যে আলোড়ন সৃষ্টি করলেও ইভ্যালি এখন গ্রাহক ভোগান্তি ও সমালোচনার শীর্ষে অবস্থান করছে। এ বিষয়ে শবনম ফারিয়ার মতামত জানাতে চাওয়া হলে তিনি বলেন, তার কোন মন্তব্য নেই। কারণ, আমি এর ভেতরের কোনো কিছুই জানি না। যদি কখনো জানতে পারি তাহলে, তখন আমি এই বিষয়ে কথা বলবো।
তিনি আরো জানান- তাকে যদি নাটক, অভিনয়, সিনেমা নিয়ে জিজ্ঞাসা করা হয় তাহলে সেটি তিনি বলতে পারবো। কিন্তু এই বিষয়ে এখন কিছু বলতে পারবে না।
২০১৮ সালে যাত্রা শুরু হওয়া ইভ্যালি একটি বাংলাদেশ ভিত্তিক ইকমার্স প্লাটফর্ম। লোভনীয় ডিসকাউন্ট কিংবা ক্যাশব্যাকের অফার প্রসঙ্গে ইভ্যালির নাম সর্বাগ্রে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy