নিজস্ব প্রতিবেদক: দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। করোনাকালের সম্মুখযোদ্ধা চিকিৎসকরাও প্রতিনিয়ত করোনার কাছে আত্মসমর্পণ করে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন আরেকজন বরেণ্য চিকিৎসক।
রাজধানীর ইমপালস হাসপাতালের জেনারেল সার্জন ডা. বজলুর রহমান করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
শনিবার (২০ জুন) রাত সাড়ে ১০টায় ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি ইমপালস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার প্রফেসর ডা. খাদিজা আকতার ঝুমা নিশ্চিত করেন।
তিনি জানান, গত দুই সপ্তাহ আগে করোনার উপসর্গ নিয়ে ইমপালস হাসপাতালে ভর্তি হন ডা. বজলুর রহমান। গত রাতে তিনি মারা যান। করোনাভাইরাসে ডা. বজলুর রহমানের স্ত্রী সেতারা রহমানও আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।
ডা. বজলুর রহমানের ছেলে ডা. শহীদুল্লাহ ফয়সাল জানান, ঢাকায় তার প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি গাইবান্ধায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy