ডেস্কঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৭২পিচ ইয়াবাসহ এরশাদ আলী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার মাঝবাড়ি গ্রামের দেলোয়ার হোসেন দাড়িয়ার মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এরশাদ আলী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জয়রামপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, মঙ্গলবার সকালে ৭২পিচ ইয়াবাসহ এরশাদ আলীকে উপজেলার মাঝবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এরশাদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে কোটালীপাড়ার বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছে। তার সাথে কোটালীপাড়ার একটি একটি মাদক বিক্রির চক্র জড়িত। আমরা সেই চক্রটিকে ধরার চেষ্টা করছি। এরশাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy