শহিদুল ইসলাম সোহেল নিজস্ব প্রতিবেদকঃ
Facebook Twitter Instagram share
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পার্সেল থেকে ২ হাজার ৩৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পোস্ট অফিসের মাধ্যমে ডাক যোগে সৌদি আরবের উদ্দেশ্য পাঠানো এক পার্সেলের কম্বলের ভিতর থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
Surjodoy.com
বুধবার(১৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের ৮নং হ্যাঙ্গার গেটে পোস্ট অফিসের মালামাল স্ক্যানিংয়ের সময় এ ঘটনা ঘটে।ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পোস্ট অফিসের চার কর্মীকে আটক করা হয়েছে।
The Daily surjodoy
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল-আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,পোস্ট অফিসের মাধ্যমে সৌদি আরবের উদ্দেশে ইয়াবাগুলো পাচার হচ্ছিল।
The Daily surjodoy
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে যে চারজনকে আটক করা হয়েছে তাদেরকে নার্কোটিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম-পরিচয় এখনই বলা যাচ্ছে না।
The Daily surjodoy
তিনি আরও জানান,পার্সেলটি যারা পাঠাচ্ছিলেন তাদের ঠিকানা লেখা রয়েছে এর গায়ে। তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
The Daily surjodoy
বিমানবন্দর সূত্র জানায়,পোস্ট অফিসের কর্মীদের একটি চক্র প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিমানবন্দর দিয়ে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছে। এসংক্রান্ত একাধিক মামলাও হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy