আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনে ঈদুল ফিতরের নামাজের খতিবকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) দেশটির দক্ষিণ-পূর্ব শাবওয়া প্রদেশের বিহান শহরে এ ঘটনা ঘটে। খবর পার্স টুডে।
ইয়েমেনের রিফর্ম পার্টির সদস্য শেখ আব্দুল্লাহ আলবানি ঈদুল ফিতরের জামাত শেষে খুতবা দেন। পরে মুসল্লিদের উপস্থিতিতেই গুলি ছুঁড়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।
শেখ আবদুল্লাহ আলবানি ইয়েমেনের বৃহত্তম ইসলামী দল আল-ইসলাহর (রিফর্ম পার্টি) সদস্য ছিলেন। পাশাপাশি বিহান শহরের জনস্বাস্থ্য ও জনসংখ্যা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এখন পর্যন্ত কেউ এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy