প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৫:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২১, ১০:০৮ পি.এম
ইসিতে সাংবাদিক হয়রানি: দুই সদস্যের তদন্ত কমিটি
আমান উল্লাহ প্রতিবেদকঃ
গত ২৯ আগস্ট রোববার নির্বাচন কমিশনের প্রবেশ পথে সাংবাদিক হয়রানির ঘটনা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ সব হয়রানিমূলক ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে গণমাধ্যমকর্মীরা ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়ার মধ্যে এ উদ্যোগ এলো।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গত রোববার কয়েকজন সাংবাদিক হয়রানির শিকার হন।
পরে নির্বাচন কমিশন বিটের কর্মরত গণমাধ্যমকর্মীরা মঙ্গলবার নির্বাচন ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
মানববন্ধন প্রতিবাদ মসাবেশে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নেতারা বক্তব্য দেন।
এছাড়া নির্বাচন কমিশন বিটে কর্মরত প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মি উপস্থিত ছিলেন ওই কর্মসূচিতে।
এদিকে তদন্ত কমিটি গঠনের বিষয়ে গতকাল ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, ওই দিন ঘটনা কী ঘটেছে তা জানতে দুই সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছি। তারা আমাকে রিপোর্ট দেবে।
এ বিষয়ে গতকাল ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এ ঘটনা তদন্তে যুগ্মসচিব মো. কামাল উদ্দিন বিশ্বাস-এর নেতৃত্বে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেবে কমিটি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy