শাহানূল হাসান বিশেষ প্রতিনিধিঃ
ইস্পাত কঠিন গণঐক্য করে সরকার হটাতে হবে: খন্দকার মোশাররফ
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একদফা দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আরো বড় ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। এর মাধ্যমে জনগণের মধ্যে ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করে আগামী দিনে গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে সংগঠনটির প্রয়াত যুগ্ম মহাসচিব মহসীন সরকারের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের একটাই লক্ষ্য-এদেশের জনগণের স্বার্থ, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। সেটা করতে হলে এই সরকারের পতন, গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য এই সরকারকে হটাতে হবে। এজন্য কঠিন আন্দোলন করতে হবে।’
তিনি বলেন, ‘জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত। মানুষ এ সরকারের বিদায় চায়, এই সরকারের পরিবর্তন চায়। তাই এই সরকারের বিদায়ের জন্য মাঠে নামুন। এই দেশকে বাঁচাতে হয়, এদেশের জনগণের অধিকার ফিরিয়ে দিতে হয়-তাহলে এই সরকারকে হটানো ছাড়া আমাদের সামনে কোন বিকল্প নেই।’
খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকারের পতন ঘটলেই দেশে একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। ১৯৯১ সালেও সংবিধানে কোনো নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিধান ছিলো না। কিন্তু সেই সময়ে কিন্তু আমরা বিচারপতি সাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে সেইদিন সংবিধানে না থাকলেও সেই নিরপেক্ষ নির্দলীয় একটি নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হয়েছিলো।
তিনি বলেন, এই আন্দোলন বিএনপির স্বার্থে নয়, ২০ দলীয় জোটের স্বার্থে নয়, এটা জনগণের স্বার্থে। গণআন্দোলনের জন্য বিএনপি, ২০ দল এবং তার বাইরে যারা গণতন্ত্র এবং দেশপ্রেমিক গণতান্ত্রিক ব্যক্তি-গোষ্ঠীকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে এক হতে হবে।
জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব এএসএম শামীমের পরিচালনায় আলোচনা সভায় কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুতফর রহমান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জাতীয় ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নবাব আলী আব্বাস খান, সেলিম, মাওলানা রুহুল আমিন, শফিউদ্দিন ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy