ইয়াবাসহ আশাবাদী মেম্বার প্রার্থী শ্রীঘরে
মারুফ হাসান,পাঁচবিবি,উপজেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খুরশিদ আলম (৪২) নামে উপজেলার আসন্ন ধরঞ্জী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাবাদী মেম্বার পদপ্রার্থীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেছে।
আটককৃত,পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামের আতোয়ার মন্ডলের ছেলে মেম্বার পদপ্রার্থী খুরশিদ আলম।
থানা ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে জয়লাভের আশায় সে উক্ত ওয়ার্ডের ভোটারদের দোয়া ও আশির্বাদ চেয়ে পোষ্টার লাগিয়ে ছেয়ে ফেলেছেন এমনকি তিনি জনপ্রতিনিধি হওয়ার আশাই ইতিমধ্যে ব্যাপক প্রচার প্রচারণাও চালিছেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন, গত শুক্রবার রাতে সীমান্ত ঘেঁষা উপজেলার ধরঞ্জী-কড়িয়া পাকা রাস্তার ধারে মাদকসেবীদের কাছে ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশে খুরশিদ আলম অপেক্ষা করছে। এমন গোপন সংবাদ পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।শনিবার সকালে তাকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy