আমান উল্লাহ প্রতিবেদকঃ
খুলনায় মাদক বিরোধী অভিযানে ৮০পিস ইয়াবাসহ নাজমুল খান (২১) নামের এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ বুধবার রূপসার নবপল্লী আইচগাতী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই পুলিশ সদস্য বয়রা পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত আছেন। তিনি টাঙ্গাইলের মো. নায়েব আলী খানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা আইচগাতী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাজমুলকে ৮০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি ইয়াবা সেবন ও বিক্রির সাথে জড়িত। এ ঘটনায় রূপসা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply