
নিজস্ব প্রতিবেদক
৮০০ ইয়াবাসহ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের অন্যতম সোর্স মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর মহিপাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর কক্সবাজারের টেকনাফ উপজেলার দিঘলীয়া পালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল কাদিরের ছেলে।
এ ঘটনায় ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার জাহাঙ্গীরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার জাহাঙ্গীর টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের সোর্স ছিলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply