রেখা মনিঃ
Facebook Twitter share
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)কর্তৃক ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৩ জন গ্রেফতার
Surjodoy.com
আজ মঙ্গলবার (০৭/০৬/২০২১ )খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)’র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ফারুক আহমেদ এর অপারেশন পরিকল্পনায়, পুলিশ পরিদর্শক(নিঃ) ছালেহ্ আহাম্মদ পাঠান এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (নিঃ) মোতালেব হোসেন,
The Daily surjodoy
এসআই(নিঃ) গোলাম মোর্শেদ, এসআই(নিঃ) বাবুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সসহ রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানাধীন ০৪ নং ওয়ার্ডস্থ ধাপ সর্দার পাড়া 'স' মিল মোড়স্থ মেসার্স রাকিবুল কেরাম নামক কেরাম বোর্ড তৈরীর দোকানের সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ১০০(একশত)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
The Daily surjodoy
গ্রেফতারকৃত আসামীরা হলো- মাহামাদুল হাসান চঞ্চল(৩২), পিতা- আব্দুল হান্নান, সাং-আমাষু বালাকোয়ার, আজিজুল ইসলাম (৩৩), পিতাঃ মনতাজ আলী, সাং- বালাকোয়ার (বুড়িরথান) এবং রুবেল (৩২), পিতা আমিনুল ইসলাম, সাং- বুড়াইল বাজার শেখটারী মধ্যপাড়া, সর্ব থানা- পরশুরাম, রংপুর মহানগর, রংপুর।
The Daily surjodoy
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরশুরাম থানায় মাদক বিরোধী আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।
The Daily surjodoy
সকল প্রকার অপরাধ দমন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশ ডিবির
সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এর অভিযান অব্যাহত থাকবে।