প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২০, ৫:০১ পি.এম
ইয়াবা সহ মাদক সম্রাট পিচ্ছি জাহাঙ্গীর গ্রেফতার
জিহাদ হোসাইন, লক্ষীপুরঃ
লক্ষীপুরে একের পর এক মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার হচ্ছে মাদকসেবী ও মাদক ব্যাবসায়ী।এরই জের ধরে আজ রবিবার (২৩ আগস্ট) আনুমানিক সকাল ৮টার দিকে ইয়াবা সম্রাট জাহাঙ্গীর'কে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা।
অভিযানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব এ কে ফজলুল হকের নেতৃত্বে এসআই মোঃ এহ্তেশামুল হক, এএসআই মোঃ বাকের হোসেন ও সঙ্গীয় ফোর্স লক্ষ্মীপুর সদর থানাধীন ০৫নং পার্বতীনগর ইউপির ০৫নং ওয়ার্ড দক্ষিন মজরধ্বজ এলাকায় অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারের সময় ১১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় জাহাঙ্গীরের(২০) কাছ থেকে।
জাহাঙ্গীর উত্তর মজুপুরের ১নং পৌর ওয়ার্ডের গণি মিয়া মেস্তুরী বাড়ী নূরুল আলমের ছেলে।সে চিহ্নিত মাদক ব্যবসায়ী।স্থানীয়ভাবে জাহাঙ্গীর পিচ্ছি জাহাঙ্গীর নামে সবার নিকট পরিচিত। উক্ত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ০৫ মামলা বিচারাধীন আছে বলে প্রশাসনিক সূত্রে জানা যায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy