ঈশ্বরদী (পাবন) প্রতিনিধিঃ
ই ভি এম এ ১ ডজন আইনস্টাইনকে বসিয়ে দিলেও ভোটের রেজাল্ট পরিবর্তন করা সম্ভব না।
পাবনা জেলার ঈশ্বরদীতে আজ ২৬ ফেব্রুয়ারী রবিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরন প্রকল্প কর্তৃক আয়োজিত নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার চ্যালেঞ্জ সমূহ এবং উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী রাজশাহী বিভাগীয় কর্মশালায় এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
গতকাল সকাল ১০ টায় ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের মিলনায়তনে রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব,জি এস এম জাফরুল্লাহর সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। কর্মশালার শুরুতে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরনের উপর আলোকপাত করে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের নির্বাচনী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও
শক্তিশালীকরন প্রকল্প কর্তৃক আয়োজিত নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, চ্যালেঞ্জ সমূহ এবং উত্তরনের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে বলেন, নির্বাচনে প্রার্থী হলে আমাকে জিততেই হবে এ ধরনের মানসিকতা ঠিক না। কয়েকজন প্রার্থী হলেও তো জিতবে একজন, আর পরাজিত হলেই নির্বাচন সঠিক হয়নি এটা বলা ঠিকনা।নির্বাচনের মাধ্যমে সঠিক গনতন্ত্র প্রতিফলিত হয।জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন নির্বাচন পরিচালনা করবে না,কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য জেলা, উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসনের দায়িত্ব পালন করতে হবে। ই ভি এম ভোট চুরির মেশিন না,এটা ভোট গ্রহণের আধুনিক প্রযুক্তি।
অনেকে বলেন শেষের ১০ মিনিটে ই ভি এমের
ভোটের রেজাল্ট পরিবর্তন করা যায়।কিন্তু এক ডজন আইনস্টাইনকে বসিয়ে দিলেও ভোটের রেজাল্ট পরিবর্তন করা সম্ভব হবে না।বিভিন্ন রাজনৈতিক দলকে বলা হয়েছিল আপনাদের
টেকনোলজি বিশেষজ্ঞ এনে কি ভাবে ই ভি এম এ ভোট চুরি করতে হয় দেখান, কোন রাজনৈতিক দল সেটা দেখাতে পরিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম,অতিরিক্ত নির্বাচন কমিশন সচিব ও প্রকল্প কর্মকর্তা অশোক কুমার দেবনাথ,
রাজশাহী রেঞ্জের পুলিশের ডি আই জি মোঃ আব্দুল বাতেন বি পি এম, পি পি এম, পাবনা জেলার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন,
পাবনা জেলার পুলিশ সুপার আকবর আলী মুন্সি বি পি এম পি পি এম।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy