ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
নবগঠিত ঈদগাঁও উপজেলার কমপ্লেক্স ভবনের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের একটি টিম। আজ বিকেলে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের নেতৃত্বে টিমটি প্রস্তাবিত সম্ভাব্য পাঁচটি স্থান পরিদর্শন করেন। স্থানগুলো হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গরুর বাজার সংলগ্ন পূর্বপাশের জায়গা, ইসলামাবাদ ইউনিয়নের ইউসুপেরখীল রাস্তার মাথা, ঈদগাঁও আলমাছিয়া সড়কের দক্ষিণ পার্শ্বের জায়গা, নাসিরখাল সংলগ্ন প্রস্তাবিত জায়গা এবং মেহের ঘোনা সংলগ্ন ধানের বিল।
ইউসুপেরখীল রাস্তার মাথায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, সর্বসাধারণের সুযোগ সুবিধার কথা চিন্তা করে সরকারি বিধি-বিধান মেনে উপজেলা কমপ্লেক্স ভবনের জায়গা নির্ধারণ করা হবে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমেদ বলেন, সরকারি গেজেট মতে মহাসড়ক সংলগ্ন স্থানে ঈদগাঁও উপজেলার কমপ্লেক্স ভবন নির্মাণে কয়েকটি ক্যাটাগরিকে অগ্রাধিকার দিতে হবে। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উপ- সচিব আবু জাফর মোহাম্মদ রাশেদ, কক্সবাজার সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায়, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ সোহেল জাহান চৌধুরী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, উপজেলার আওতাভুক্ত ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলম, পোকখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর সিদ্দিক, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের মনজুরুল হক চৌধুরী, শামীম শহীদ, মাস্টার মোখতার আহমদ, সরওয়ার কামাল চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ, মান্যগণ্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।