এস.কে রাসেল
কালিগঙ্গা, ধলেশ্বরী ও ইছামতি নদীর পানি বাড়তি থাকায় মানিকগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ১৮টি ইউনিয়নের অধিকাংশ বাড়িতেই এখন হাঁটু পানি। বন্যা কবলিত শিবালয়, ঘিওর, সাটুরিয়া উপজেলার নিম্নাঞ্চলও। বন্যায় একমাস ধরে পানিবন্দি দৌলতপুর উপজেলার মানুষ। গতকাল ২৮ জুলাই,২০২০ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাচামারা ও জিয়নপুর ইউনিয়নের বন্যাকবলিত পরিবারগুলোতে শুকনা খাবার ও ঈদের বাজার পৌঁছে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন
Human Educational Lead Projects(HELP) এবং Dr. Edric Baker Human Welfare Association.
সমাজসেবী মোঃ উজ্জ্বল কাজী বলেন, সংগঠন দুইটির শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে প্রথম পর্যায়ে ঈদের আগে খাদ্য সহায়তা, ঔষধ, ঈদের বাজার পৌঁছে দেওয়া হয়। ঈদের পরেও আমরা কর্মসূচি চালু রাখতে চাই। একদিকে মহামারী করোনা ভাইরাস, অন্যদিকে বন্যায় চরম কষ্টে দিনাতিপাত করছে দেশবাসী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy