নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে ঈদের আগের তিনদিন ভারী পরিবহন বন্ধ থাকবে বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার সকালে এক ভিডিও বার্তায় সেতুমন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জরুরি সেবা, অত্যাবশ্যকীয় পণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস সামগ্রী, কোরবানির পশুবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিস্তারিত জানাবে।’
তিনি বলেন, ‘আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি। না হলে ঈদের আনন্দ অচিরেই বিষাদে রূপ নিতে পারে।’
‘কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে করোনার সংক্রমণের মাত্রা উচুঁ ঝুঁকিতে পৌঁছে যাবে বলে ইতোমধ্যে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। আসুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাগুলো প্রতিপালন করি। স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি’, যোগ করেন ওবায়দুল কাদের।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy