নিজস্ব প্রতিবেদক
ঈদের ছুটি শেষ। টানা পাঁচ দিন ছুটির পর আজ খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ সব আর্থিক প্রতিষ্ঠান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের নিয়মে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস-আদালত। রোজার ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত ১৮ এপ্রিল মঙ্গলবার।
বুধবার শবে কদরের ছুটির সঙ্গে পরদিন বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করায় ঈদের সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি পেয়েছেন কর্মজীবীরা। এতে করে ঈদ উদযাপন করতে মঙ্গলবার থেকেই ঢাকা ছাড়তে শুরু করে নগরবাসী।
এদিকে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মক্ষেত্রে যোগ দিতে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। সকালে সদরঘাট, কমলাপুর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের ভিড়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করছে পুলিশের সব ইউনিট।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন।
এর পরের দিন মঙ্গলবার (১১ এপ্রিল) এ ছুটির আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদালত এবং ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে ছুটির সময়সূচি ঘোষণাসহ আদেশ জারি করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy