ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার::
কক্সবাজারের উখিয়ায় জায়গা-জমি দখলে বাধা দেওয়ায় এক গ্রাম্য চিকিৎসক কে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।১৫ অক্টোবর বিকেলে রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটিয়েছে জায়গা দখলদার চক্র।
ভুক্তভোগী গুরুতর জখমী চিকিৎসকের পরিবার সুত্রে জানাগেছে, হরিণমারা এলাকার মৃত আবুল হোছনের ছেলে গ্রাম্য চিকিৎসক ছৈয়দ নুরের এক কন্যার দীর্ঘ কয়েক যুগের ভোগদখলীয় জায়গা জবর দখলে নিতে দীর্ঘদিন ধরে পাঁয়তারা চালিয়ে আসছিল একই এলাকার কালামনুর পরিবার।এনিয়ে ইতিপূর্বে একাধিকবার হামলার ঘটনা ঘটনায় কালামনুর পরিবার।তারই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর বিকেলে ডাঃছৈয়দ নুরের কন্যার ভোগদখলীয় জায়গায় জঙ্গল পরিস্কারের কাজ করতে গেলে কালামনুর পরিবারের লোকজন বিনা ওজরে ডাঃ ছৈয়দ নুরের পরিবারের উপর হামলে পড়ে,জায়গা জবর দখলে নিতে অপচেষ্টা চালায়।
কালামনু গংয়ের লোকজনকে দখল কাজে বাধা দিলে কালামনুর ছেলে সাইফুলের নেতৃত্বে ৪/৫ জন দখলদস্যু ডাঃ ছৈয়দ নুর (৭৬) কে দেশীয় তৈরী ধারালো অস্ত্র দিয়ে নির্দয়ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে ডাঃ ছৈয়দ নুরের মাথায় গভীর কাটা জখম হয়েছে।তাকে শরীরের বিভিন্ন অংশে কাটা নীলা ফোলা জখম করে মাটিতে লুটিয়ে ফেলে।
ডাঃ ছৈয়দ নুরের শোরচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে গেলে অভিযুক্তরা প্রাননাশের হুমকি দিয়ে অস্ত্র উঁচিয়ে ঘটনাস্থল থেকে মুহুর্তেই সটকে পড়ে। মাটিতে লুটিয়ে পড়া গুরুতর জখমী ডাঃ ছৈয়দনুর কে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।চিকিৎসাধীন ডাঃ ছৈয়দ নুরের অবস্থা গুরুতর হওয়াতে মাথায় কাটা জখম থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অন্যত্র প্রেরণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে কালামনুর পরিবারের লোকজনের অব্যাহত প্রাননাশের হুমকিতে ডাঃ ছৈয়দ নুরের পরিবার ও আত্নীয়স্বজন চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।এ ঘটনায় ডাঃ ছৈয়দ নুরের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ সনজুর মোরশেদ জানান, এখনো কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy