প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৩:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২১, ৪:৫২ পি.এম
উখিয়ায় বিজিবির অভিযানে ৪ লাখ ইয়াবা উদ্ধার

কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা চিকনপাতার বাগান নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)।
এসময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত ইয়াবার মূল্যে ১২ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছেন।
বুধবার ৭ এপ্রিল রাতে এ অভিযান চালানো হয়।
জানা যায়, ৩৪ বিজিবির আওতাধীন রেজুপাড়া বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিওিতে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা চিকনপাতার বাগান নামক স্থানে অবস্থান নেয়।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ৮/১০ জন চোরাকারবারি সীমান্ত এলাকা হতে এদেশের দিকে আসতে দেখেন। পরবর্তীতে বিজিবি টহল তাদের কে চ্যালেন্জ করলে চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষন শুরু করেন।বিজিবি ও পাল্টা গুলি চালায়। এতে কেউ হতাহত হয়নি। চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থল থেকে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আল আজাদ স্বাক্ষরিত এক প্রেসনোটে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy