প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২১, ২:০০ পি.এম
উখিয়ায় র্যাবের হাতে ইয়াবাসহ আটক ২

কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ৫শ ১৫পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব-১৫।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন, রাজাপালং ইউনিয়নের পশ্চিম দরগাহ বিল এলাকার কবির হোসেনের ছেলে মােঃ তারেকুল ইসলাম (২৫) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে মােঃ হারুন অর রশিদ (১৯)।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) মােঃ আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গােপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক কারবারী একটি মােটরসাইকেল যােগে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কুতুপালং বাজার থেকে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়াস্থ ফলিয়াপাড়ার রাস্তার মাথা আমগাছতলায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে।
তল্লাশীর একপর্যায়ে মােটর সাইকেলটি চেকপােস্টের সামনে আসলে র্যাব দেখে মােটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে র্যাব তাদের আটক করে।
পালানাের কারণ জিজ্ঞাসা করলে তারা ইয়াবার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের হাতে থাকা শপিং ব্যাগ ও দেহ তল্লাশী করে সর্বমােট ৯,৫১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy