নাহিদ উল ইসলাম প্রতিবেদক,
উত্তরাঞ্চল থেকে বিদায় নিচ্ছে মৌসুমী বায়ু
আগামী তিনদিনে দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় হতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করায় বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু কম সক্রিয়।
আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে আরো বলা হয়, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।