যোবায়ের হোসাইন : উত্তরা ৭ নং সেক্টরের ডিস ব্যবসা দখলের পাল্টা-পাল্টি অভিযোগ উঠেছে। ডিস ব্যবসা দখলের পাল্টা-পাল্টি অভিযোগ নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে গত রোববার রাতে উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ সাহেদ মোস্তফাকে পিটিয়ে মারাত্বক জখম করার অভিযোগ উঠেছে আরেক সাংগঠনিক সম্পাদক শিমুলের বিরুদ্ধে।
সাহেদ মোস্তফাকে পিটিয়ে মারাত্বক জখম করার প্রতিবাদে উত্তরা পশ্চিম ও পূর্ব থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাক্কা ও মতিউর রহমান মতিসহ শতাধিক নেতাকর্মী অভিযুক্ত শিমুলের বিচার ও শাস্তির দাবিতে উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ শহিদুল ইসলাম এর সাথে সাক্ষাত করেন এবং স্থানীয় সাংসদসহ দলের সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয় নিয়ে আহত সাহেদ মোস্তফা উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৬, তারিখ ১৬-৩- ২০২১ ইং অভিযুক্ত আওয়ামীলীগ নেতা ও স্যাটেলাইট ভিশন নামের ডিশ ব্যবসার মালিক শিমুল গত রোববার জাতীয় প্রেসক্লাবে সাহেদের বিরুদ্ধে তার ডিশ ব্যবসা দখলের অভিযোগ তুলে দক্ষিনখান থানা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক শিশিরকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলন করার কয়েক ঘণ্টার মাথায় রাতে উত্তরা ৭ নং সেক্টরের ৯ রোডে সাহেদের উপর হামলা করে দুষ্কৃতিকারীরা।
এ ঘটনায় সাহেদক আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন বলে পশ্চিম থানা আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা কর্মীরা জানান। উল্লেখ্য গত বেশ কয়েকদিন থেকে উত্তরা ৭ নং সেক্টর এলাকায় সাটেলাইট ভিশনসহ আরো কয়েকটি সার্ভিস প্রোভাইডারের লাইন কেটে নিচ্ছে রাতের আধারে।
তবে ভিশনের স্বত্বাধিকারী শিমুল এ জন্য সাহেদকে দোষারোপ করে আসছেন। যদিও সাহেদ এমন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কয়েকজন মিলে আগে থেকেই উত্তরার ডিশ ও ইন্টারনেট ব্যবসা করতেছি। এখানে কারো লাইন কাটার প্রশ্নই আসে না। তাছাড়া অভিযোগকারী নিজে রাজনৈতিক সুবিধা নিয়ে গত ১২ বছর অনেকের ব্যবসা দখল করে নিজে ফুলে বড় হয়েছেন।’
তিনি অভিযোগ করেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে হঠাৎ করেই আওয়ামী লীগে নাম লেখান শিমুল। প্রয়াত সাহারা খাতুনের একজন ঘনিষ্ঠ আত্বীয়কে সুবিধা দিয়ে শিমুল উত্তরায় ডিশ ও ইন্টারনেট ব্যবসার প্রসার ঘটান। প্রয়াত এমপির সেই আত্বীয়ের প্রভাবে শিমুল এখন উত্তরার বড় একজন ডিস ও ইন্টারেন্ট ব্যবসায়ী। যার মাসিক আয় প্রায় দেড় কোটি টাকা।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে শিমুল বলেন, তিনি যুবলীগ দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে নাম লেখান এবং ১ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ সভাপতির দায়িত্বও পালন করেন। বর্তমানে তিনি পশ্চিম থানা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক পদে আছেন। উত্তরা ১ নং ওয়ার্ড এলাকার তখনকার যুবলীগ নেতা ও বর্তমান পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী কাক্কা প্রতিবেদককে বলেন, ‘শিমুল কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। ব্যবসার সুবাধে দুই একজন নেতার সাথে চলতো তবে কোন পোষ্ট-পদবি ছিল না।’ তবে শিমুলের থানা সাংগঠনিক সম্পাদক পদ নিয়ে তিনি বলেন, ‘সে আমাদের কমিটির কেউ না, আমাদের নগর এবং থানার প্রস্তাবিত কমিটিতে তার নাম ছিল না।
সাহারা আপা তার এক আত্বীয়ের প্রভাবে হঠাৎ একদিন ফোন দিয়ে শিমুলকে সাংগঠনিক সম্পাদক পদে রাখতে বলেন। উনি মোষ্ট সিনিয়র, তাই উনার কথা আমরা ফেলতে পারিনি। শিমুল একজন অনুপ্রবেশকারী। পদ নিয়ে গেলেও গত কয়েক বছরে ১৫ আগষ্টসহ কোন অনুষ্ঠানেই তার উপস্থিতি কেহ প্রমান করতে পারবে না। সে দল করে সুবিধার জন্য। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন শিমুল।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy