প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৩, ৬:০৪ পি.এম
উপকূলের মোংলা সমুদ্র বন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত, আকাশ মেঘাচ্ছন্ন

নিম্নচাপের প্রভাবে সোমবার (২৩ অক্টোবর) ভোর থেকে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকাজুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে উপকূলে বয়ে যাচ্ছে হালকা-মাঝারি ঝোড়ো বাতাসও। এদিকে এ নিম্নচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ হারুন অর রশিদ বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিগন্যাল বাড়লে সেই সঙ্গে বাড়বে বৃষ্টি-বাতাসও। আপাতত ১ নম্বর সিগন্যাল জারি রয়েছে, এর ফলে উপকূলের আকাশ মেঘলা রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy