রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নে ভয়াবহ
বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা শুরু থেকে
এসব ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে নিজস্ব তহবিল থেকে ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এরপর ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়।
লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল জানান, এবারের ভয়াবহ বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা শুরু থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করে যাচ্ছি। আমার পক্ষ থেকে এধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। আজকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে দিনব্যাপী উপজেলার ৯ ইউনিয়নে মানুষের ঘরে ঘরে আমার প্রতিনিধিরা এসব ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন।
উপজেলার ৯ ইউনিয়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের পক্ষে এসব ত্রাণ সহায়তা বিতরণ করেন যুবলীগ নেতা ইনজামুল হক চৌধুরী যুবরাজ, যুবলীগ নেতা মামুন ও জীম মামুন। এসময় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy