রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন হয়েছে। ”সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’’ এই প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়।
রোববার (২৩ শে জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, প্রাণিসম্পদ কর্মকর্তা অর্জুন দেবনাথ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নির্বাহী অফিসার শাহরিয়ার মুক্তার উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেন। জনসাধারণ এর মাঝে সরকারি সেবা প্রদানের বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এছাড়া খুব কম সময়ে এবং সহজে জনসেবা নিশ্চিত করার ও নির্দেশ দেন এই নির্বাহী কর্মকর্তা।
অনুষ্ঠানে অতিথিরা বঙ্গবন্ধু বৃত্তি ২০২২ উপলক্ষে ৩টি পর্যায়ে শিক্ষার্থীর মাঝে নগদ ত্রিশ হাজার টাকা বিতরণ করেন।
এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে শেষ হয়।