শাহীন মন্ডল,উলিপুর,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে উলিপুরে বাংলাদেশ আওয়ামীলীগ উলিপুর উপজেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবসে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক নিমাই সিংহ, ধর্ম বিষায়ক সম্পাদক ফেরদৌস নোমান,উলিপুর পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন,সাবেক উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম লিটন,যুবলীগ নেতা বাবলু মিয়া,পৌর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি হাফিজুর রহমান সালমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
আলোচনা সভায়
বাংলাদেশ সৃষ্ঠিতে বঙ্গবন্ধুর অবদান, ঐতিহ্য, দেশপ্রেমের গৌরবময় ইতিহাস এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সদস্যদের শাহাদৎ বরণের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু এসময় তিনি ইতিহাসের ন্যাক্কারজনক এ হত্যাকান্ডের সাথে জড়িতদের যারা এখনো জীবিত আছে তাদের দ্রুত বিচারের দাবি জানান।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনু্ষ্ঠিত হয়।