প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২০, ১১:২৫ পি.এম
উলিপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় উলিপুর বণিক সমিতির কার্যালয় চত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)‘র আয়োজনো অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পিএফজি শাখার এ্যাম্বাশেডর ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ি ও সম্বনয়ক নূরে আলম সিদ্দিকী,
বিভাগীয় সম্বনয়ক রাজেন্দ্র রাজু, মতিন কারিগরি এন্ড কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ খোরশেদ আলম, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা পলি। এসময় বক্তারা অহিংস অসহযোগ আন্দোলনের জনক মহাত্মা গান্ধীর জীবনি তুলে ধরেন এবং মানুষের সাথে মানুষের সম্প্রীতি ও হৃদ্যতা বৃদ্ধির আহ্বান জানান। এর আগে বণিক সমিতির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবরকে জাতিসংঘ ঘোষণা করেছে ‘বিশ্ব অহিংস দিবস’ হিসেবে ২০০৮ সাল থেকে সমগ্র বিশ্বে দিবসটি উদযাপন করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy