প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৫, ৭:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২১, ৭:০৯ পি.এম
উলিপুরে ইয়াবা ও মোটরসাইকেল সহ তিন মাদক কারবারি আটক;

উলিপুরে ইয়াবা ও মোটরসাইকেল সহ তিন মাদক কারবারি আটক;
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের উলিপুরে ৬পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার তবকপুর ইউনিয়নের তপশীপাড়া এলাকার শামসুল ইসলাম রিজুর পুত্র তৌহিদুল ইসলাম জনি(২৩) একই এলাকার হায়দার আলীর পুত্র বায়েজিদ আলম(২৩) এবং চিলমারী উপজেলার ডেমনারপাড়(থানাপাড়া) এলাকার আবুল কালামের পুত্র জুলফিকার রহমান দুলাল(৩০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬পিস ইয়াবা ও ১টি অ্যাপাসি(আরটিআর ১৬০সিসি) নীল রঙের মোটর সাইকেলসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাল উদ্দিন(৪৮) নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
শুক্রবার বিকেলে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy