কুড়িগ্রাম প্রতিনিধিঃ
গবাদিপশুর উকুননাশক ওষুধ মাথায় ব্যবহার করে কুড়িগ্রামের উলিপুর পৌরসভার কাশ্মীর খামার এলাকার একই পবিবারের তিনজন অসুস্থ হয়ে পড়ার খরব পাওয়া গেছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই এলাকার লাল মিয়ার স্ত্রী হালিমা খাতুন (৪০) হকারসুত্রে জানতে পান, গবাদিপশুর উকুননাশক ওষুধ মাথায় ব্যবহার করলে উকুন মরে যায়। তাই তিনি নিজে ও তার দু’কন্যা নার্গিস বেগম(১৮),লাইজু বেগম( ১১) এর মাথায় পরপর দু’দিন তা ব্যবহার করেন।এরপর গত ৩ ফেব্রুয়ারি রাত থেকে ওষুধের বিরুপ প্রতিক্রিয়ায় বমি হতে থাকে।শারিরীক অবস্থা সংকটাপন্ন হতে থাকলে আজ ৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় তাদের উলিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়।মেয়ে দু’জনকে প্রাথমিক চিকিৎসক দেয়া হলে তার মা হালিমা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সামিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ওষুধের প্রতিক্রিয়ার এ ঘটনা ঘটেছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..