প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৬:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২০, ১০:৩২ পি.এম
উলিপুরে গোবরের ভিটিতে ফেনসিডিল সংরক্ষন করেও শেষরক্ষা হলো না ফিরোজের,অবশেষে আটক
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে গোবরের ভিটিতে ফেনসিডিল সংরক্ষন করেও শেষরক্ষা পায়নি মাদক ব্যবসায়ী ফিরোজ।অবশেষে ২৪ বোতল ফেনসিডিলসহ নিজ বাড়ী থেকে ফিরোজকে আটক করেছে উলিপুর থানা পুলিশ।
জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীনের নেতৃত্বে উপজেলার ধরনিবাড়ী ইউনিয়নের দক্ষিন মধুপুর(আকন্দ পাড়া) গ্রামে ফিরোজের বাড়ীতে অভিযান চালায় পুলিশ।এসময় তার গোয়াল ঘরের পিছনে অভিনব কৌশলে গোবরের ভিটিতে রক্ষিত ২৪ বোতল ফেনসিডিলসহ ফিরোজকে আটক করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফারুক নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
আটক ফিরোজ ও পলাতক ফারুক ওই এলাকার মোকছেদ আকন্দের পুত্র।
মঙ্গলবার বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।আটক ফিরোজকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।তাদের দু'জনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy