কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে চ্যাম্পিয়ন বাবাদের বাল্যবিবাহ ও শিশু সুরক্ষা বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৩ জুলাই)সকালে উলিপুর আরডিআরএস বাংলাদেশ এর হল রুমে অনুষ্ঠিত হল চ্যাম্পিয়ন বাবাদের জন্য বাল্যবিবাহ ও শিশু সুরক্ষা বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষন।প্রশিক্ষনে শিশু আধিকার, শিশু নির্যাতন, শিশু সুরক্ষার গুরুত্ব, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে চ্যাম্পিয়ন বাবাদের ভূমিকা এবং সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহন করেন পৌরসভা ও তবকপুর ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক চ্যাম্পিয়ন বাবারা। এসময় উপস্থিত ছিলেন, বিবিএফজি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর এস এম আরিফ-উজ- জামান, ইউএফ জুলিয়া খানম জ্যোতি, নুর ইসলাম ব্যাপারী,জেসি ইয়াসমিন প্রমুখ। উল্লেখ্য,বাল্যবিবাহ মুক্ত জেলা গঠনের লক্ষে কর্মপরিকল্পনাকে সহায়তা করে যাচ্ছে আরডিআরএস বাংলাদেশ এর বিবিএফজি প্রকল্প।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy