প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২১, ৯:৫১ পি.এম
উলিপুরে জোড়পূর্বক জমি দখলের চেষ্টা: পুলিশের হাতে আটক-৮
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ভারাটে সন্ত্রাসী দ্বারা জোড়পূর্বক জমি দখলের চেষ্টায় ৮জনকে আটক করেছে উলিপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের হরিশ্বর জোদ কবুরধন এলাকার আইয়ুব আলীর পুত্র আকাশ(১৯), গয়ারী এলাকার আলী হোসেনের পুত্র হারুন অর রশীদ(৩২), দেলোয়ার হোসেনের পুত্র রাসেল মিয়া(৩৬), কৃঞ্চপুর বকশী পাড়া এলাকার শ্যামল রায়ের পুত্র স্বাধীন(১৯), হরিশ্বর এলাকার আব্দুল লতিফের পুত্র সাইদ(২৪), একই এলাকার মোখলেছুর রহমনের পুত্র আহসান হাবীব(২২), শিবরাম কাঁঠালবাড়ী এলাকার দেলোয়ার হোসেনের পুত্র আরিফুল ইসলাম(২৬) ও কৃঞ্চপুর বকশী পাড়া এলাকার আল আমিন ওরফে শুভ(২৬)।
জানা গেছে, বুধবার বিকেলে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া গ্রামস্থ রশিদ মার্কেট সংলগ্ন এলাকায় বিরোধপূর্ণ জমি জোড়পূর্বক দখল করার চেষ্টা করে ভারাটে সন্ত্রাসীরা। এসময় স্থানীয়রা মসজিদের মাইকে মাইকিং করে তাদের ঘিরে ফেলে ৯৯৯এ ফোন দেয়। পরে উলিপুর থানার ওসির নির্দেশনায় এসআই মশিউর রহমান সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ৮জনকে আটক করে থানায় নিয়ে আসে।
বৃহস্পতিবার বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy