মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ও ইউনিয়ন সচিবদের নিয়ে মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত (২৫শে এপ্রিল) মঙ্গলবার (এনআই এলজি) এর আয়োজনে – উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিনদিন ব্যাপী আজ বৃহাস্পতিবার (২৭ এপ্রিল-২৩খ্রিঃ) প্রশিক্ষণ শেষে দুপুর ২টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবদের প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা- এর সভাপতিত্বে – যুগ্ম উপসচিব ও পরিচালক প্রশিক্ষক ও পরামর্শ এন আই এলজি ঢাকা – মোঃ সফিকুল ইসলাম প্রশিক্ষণ পরিচালনা করেন।
এতে প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক, ও জেলা মেজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল আরীফ,
এ ছাড়াও উপস্থিত ছিলেন, বুড়াবুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান খন্দকার এরশাদ, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সাঈদ, হাতিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইখুল ইসলাম নয়া, ধরনীবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদুল হক, ধামশ্রেনী ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, পান্ডুল ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, থেথরাই ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা, বজরা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, গুনাইগাছ ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বাবলু মিয়া, সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন সহ উপজেলার সকল ইউনিয়নের ইউপি সচিব, মহিলা সংরক্ষিত ইউপি সদস্য ও পুরুষ ইউপি সদস্য প্রমুখ।