উলিপুরে পুকুর পুনঃ খননে পুকুরচুরি !
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
Facebook Twitter share
কুড়িগ্রামের উলিপুর উপজেলার মৎস্য উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পে পুকুর পুনঃখননে, পুকুর চুরির অভিযোগ উঠেছে। থেতরাই বাজার টোপের বাজারের ময়লা পানি জমানো খালে নামমাত্র পুকর পুনঃখনন করাসহ তিনটি ব্রিজের জলাবদ্ধতা বন্ধ করায় বন্যায় আবাদি জমিতে পানি জমে থাকাসহ রাস্তাঘাটের ক্ষতির আশঙ্কা এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে জানা গেছে, কুড়িগ্রাম মৎস্য বিভাগের আওতায় উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের টোপের বাজার ছড়া পুনঃ খনন (অংশ-১) বরাদ্দ ২০লাখ ও টোপের বাজার ছড়া পুনঃ খনন (অংশ-২) বরাদ্দ ১৯লাখ ৮৮হাজার টাকার প্রকল্পের নামমাত্র সভাপতি করে উলিপুর থেতরাই টোপের বাজার মাঠেরপাড় এলাকার আজম মিয়া নামে একব্যক্তি স্থানীয় এমপির নাম ভাঙিয়ে কাজ করছেন।
The Daily surjodoy
আজম মিয়া প্রকল্প বাস্তবায়নে কুড়িগ্রাম মৎস্য বিভাগের সাথে আঁতাত করে মনগড়া-দায়সারাভাবে পুকুর পুনঃ খননের কাজ করায় সামান্য বৃষ্টিতে পুকুরের বাঁধের মাটি নীচে পড়ে পুকুর বন্ধ হয়ে যাচ্ছে এবং আসন্ন বন্যা ও টোপের বাজারের ময়লার পানিতে বিলীন হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
The Daily surjodoy
স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, আজম মিয়া প্রকল্প বাস্তবায়নে দায়সারাভাবে পুকুর পুনঃ খনন কাজ করাসহ তিনটি ব্রীজের জলাবদ্ধতা বন্ধ করায় টোপের বাজারের ময়লা পানি পুকুরে নামতে না পারায় সামান্য বৃষ্টিতে পুকুরের বাঁধের মাটি নীচে পড়ে পুকুর বন্ধ হচ্ছে।
The Daily surjodoy
টোপের বাজার ছড়া পুনঃখনন প্রকল্প নেতা আজম মিয়া বলেন, স্থানীয় এমপি আমাকে কাজ দিয়েছে। আমি অনেক টাকার বিনিময়ে প্রকল্প এনে কাজ করছি। আপনার যা লেখার লেখেন।
The Daily surjodoy
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply