প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ১০:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২১, ৭:৩৫ পি.এম
উলিপুরে বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে সরকারি খরচে বিনামূল্যে আইণগত সহায়তা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ক গণশুনানী সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর উলিপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণশুনানিতে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের(অতিঃ দাঃ) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জজ আদালতের সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল অফিসার মোঃ কুদরাত-ই-খুদা।
মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির নারী অধিকার প্রকল্পের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত গণশুনানিতে বক্তব্য রাখেন, এমজেএসকেএস -এর নারী অধিকার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইসফাতুল কবীর, সিজিবিভির প্রকল্প সমন্বয়কারী মোঃ লুৎফর রহমান,ধরণীবাড়ি ইউনিয়ন সোশ্যাল সাপোর্ট কমিটির সম্পাদক বেলাল হোসেন, লিগ্যাল এইড অফিসের ষ্টেনো মিজানুর রহমান, উপজেলা সোশ্যাল সাপোর্ট কমিটির সভাপতি স্বপন কুমার সরকার ভগত, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, ধরণীবাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার প্রমূখ।
প্রধান আলোচক সামাজিক ও পারিবারিক সমস্যা লিগ্যাল এইডের মাধ্যমে সমাধানের দিক নির্দেশনা প্রদান করেন। জনগন কিভাবে আইনগত সুবিধা পেতে পারে তার বিস্তারিত বর্ণনা দেন।তিনি ভুক্তভোগী জনগনের আইনগত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাসহ আইনগত সুবিধার কথা উল্লেখ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy