কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ব্রিজ সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ।যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।তাই ব্রিজটি দ্রুত সংস্কার করার দাবী জানিয়েছে স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ইন্দারারপাড় থেকে ইউনিয়ন পরিষদ ও ঠাঁকুরবাড়ী বাজার রাস্তায়, স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ানের বাড়ী সংলগ্ন ব্রিজটি সংস্কারের অভাবে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন ও বিভিন্ন এলাকার মানুষ। ব্রিজটি সংস্কারের উদ্যোগ না নেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া ও চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, ব্রিজের যে অবস্থা তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।এ ব্রিজ দিয়ে সাইকেলে, মোটরসাইকেল ছাড়াও অটোবাইক, ব্যাটারি চালিত রিক্সা ও অন্য যানবাহন চলাচল করতো।কিন্তু ব্রিজটি সংস্কার না হওয়ায় চরম দূর্ভোগে পড়েছে তারা।ব্রিজটি দ্রুত সংস্কার করার দাবী জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা।
এব্যাপারে বুধবার(১৫ জুলাই) দুপুরে উপজেলা প্রকৌশলী(এলজিইডি) কে কে এম সাদেকুল ইসলাম জানান, ব্রিজটি সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy