প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২১, ২:৫০ পি.এম
উলিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ১৩ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় সুজন (সুশাসনের জন্য নাগরিক ও পিস ফ্যাসিলিটিটর গ্রুপ) এর আয়োজনে বিজয় মঞ্চে প্রতিবছরের মত এবছরও হাতিয়া গণহত্যাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এতে ১১টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ১ম স্থান অর্জন করেছে বজরা ফাজিল মাদ্রাসার প্রথম বর্ষের শিক্ষার্থী নাহিদ সরকার।
সুজন এর সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে পুরুস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাম হোসেন মন্টু, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবাসহ প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy