কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে রেল পথ বিভাগের প্রায় ৭০ হাজার টাকা মূল্যের দুটি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (২২ জুন) বিকালে মিনাবাজার নামকস্থানে। এ ঘটনায় থানা পুলিশ কর্তনকৃত গাছের গুড়ি জব্দ করে থানায় নিয়ে আসেন। জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় কুড়িগ্রাম-চিলমারী মিটার গেজ রেল পথের ধারে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের দুইটি ইউক্লিপ্টার্স গাছ ধরনীবাড়ী ইউনিয়নের রুপার খামার গ্রামের জহুর উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (৫৫) কর্তন করেন। পরে তা ‘ছ’ মিলে নেয়ার প্রস্তুতির সময় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের গুড়ি গুলো আটক করেন। এ সময় রফিকুল ইসলাম সটকে পড়েন। উলিপুর রেল ষ্টেশন মাষ্টার আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উনাদের নিদের্শনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। কর্তনকৃত গাছের গুড়ি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পান্ডুল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে সরকারি গাছ কর্তনের ঘটনার সত্যতা পাওয়ার পর থানা পুলিশকে খবর দেয়া হয়। যেহেতু গাছ গুলি সরকারি সম্পদ তাই দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy