মোঃ শাহজাহান খন্দকার:
কুড়িগ্রামের উলিপুরে চিকিৎসার ব্যয়ভার মেটাতে না পেরে নিজের ৩ দিন বয়সী শিশুকন্যা খাদিজাতুল কোবরাকে ৩৫ হাজার টাকার বিনিময় দত্তক দিয়েছেন বাবা দুলাল মিয়া। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান ওই পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।
উপজেলার থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর গ্রামের খিজির উদ্দিনের ছেলে দুলাল মিয়া (৪৪) মুখের মাড়ি পঁচনের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এরপর রংপুর কসির উদ্দিন বে-সরকারি হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হয়।
দীর্ঘ এক মাস চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখন পক্ষাঘাতগ্রস্ত। চিকিৎসার খরচ মেটাতে নিজের সহায়-সম্পদ সবকিছু শেষ হয়ে যায়। অবশেষে ৩৫ হাজার টাকার বিনিময়ে নবজাতক শিশুকন্যাকে দত্তক দিতে বাধ্য হন তিনি।
এলাকাবাসীর সহায়তায় স্ট্যাম্পে স্বাক্ষরের মাধ্যমে শিশুটিকে উপজেলার বাকরের হাট নিজাই খামার এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে তুলে দেওয়া হয়। জানা গেছে, দুলাল মিয়া চায়ের দোকানে কাজ করতেন, আর তার স্ত্রী শাহিমা বেগম (৩২) অন্যের বাড়িতে ও জমিতে দিনমজুরের কাজ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান জানান, শিশু দত্তক দেওয়া পরিবারটির খোঁজখবর নেওয়া হয়েছে। তাদেরকে সরকারি আশ্রয়নের ঘর এবং আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy