প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২০, ১২:১৯ এ.এম
উলিপুরে হেল্থ এসিষ্ট্যান্ট এসোসিয়েশনের সদস্যদের কর্ম বিরতী
কুুড়িগ্রাম প্রতিনিধি :
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ হেল্থ এসিষ্ট্যান্ট এসোসিয়েশনের সদস্যরা কর্ম বিরতী পালন করছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপেক্স চত্বরে অনিদিষ্টকালের জন্য এ কর্ম বিরতীতে যান স্বাস্থ্য সহকারীরা।
জানা গেছে, নিয়োগ বিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে উলিপুর উপজেলা হেল্থ এসিষ্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম ও সাধারন সম্পাদক মুরাদ হোসেনের নেতৃত্বে ৫০ জন স্বাস্থ্য সহকারী, ১৫জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ৪জন স্বাস্থ্য পরিদর্শক এ কর্মসূচী পালন করেন। তারা বলেন, নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরশন না করা পর্যন্ত তাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র জানান, আন্দোলনের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy