মোঃশাহজাহান খন্দকার :
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় উইমেন্স এম্পাওয়ারমেন্ট পর ইনক্লুসিভ গ্রোথ (উইং) প্রকল্প বার্ষিক উন্নয়ন বাজেটের ৩% অর্থ বরাদ্দ এবং নারী উন্নয়নে ব্যয় নিশ্চিতকরণ বিষয়ক র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় অডিটরিয়াম হল রুমে উপজেলা পরিষদ মহিলা ভাইস রিপা সরদার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু এবং ইউএনও শোভন রাংসা।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা প্রকৌশলী কে কে এম সাদেকুল আলম, দলদলিয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী সরকার, ইউএনডিপি’র ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার কাজল চ্যাটার্জী, দলদলিয়া ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য ফিরোজা বেগম, গুনাইগাছ ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য স্বপ্না আনছারী প্রমূখ। শেষে একট র্যালি উপজেলা পরিষদ চত্বরে বের করা হয়।