প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৫, ৩:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২১, ৫:৩৯ পি.এম
উলিপুর থেকে অপহৃত ছাত্রী নীলফামারী থেকে উদ্ধার ;অপহরণকারী গ্রেফতার

উলিপুর থেকে অপহৃত ছাত্রী নীলফামারী থেকে উদ্ধার ;অপহরণকারী গ্রেফতার
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
নয়মাস আগে কুড়িগ্রামের উলিপুর থেকে অপহৃত মাদরাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত অপহরণকারীকে গ্রেফতার করা হয় একই সময়।
মঙ্গলবার রাতে নীলফামারী জেলা শহরের পোষ্ট অফিস পাড়া থেকে অপহরণকারী গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতার রায়হান মিয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের কালপানী টিটমার পাড়া এলাকার এমদাদুল হকের ছেলে।
সে গেল বছরের ১৬অক্টোবর একই এলাকার দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় মেয়েটির বাবা একই বছরের ১২নভেম্বর থানায় তিন জনের নাম উল্লেখ করে মামলা করেন।
ওই মামলায় রায়হানের বাবা এমদাদুল হক ও ভাই আব্দুল বাতেনকে গ্রেফতার করে পুলিশ।
উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন জানান, প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত করার পর ভিকটিমকে উদ্ধার ও মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, অপহরনকারী প্রায় সময় অবস্থান পরিবর্তন করায় তাদের সনাক্ত করা সম্ভব হচ্ছিল না।
অবস্থান নিশ্চিত হবার পর নীলফামারী থানা পুলিশের সহায়তায় রায়হান মিয়াকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
নীলফামারীতে থেকে আসামী গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy