প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২১, ৯:২৮ পি.এম
উল্লাপাড়ায় আল-আমিন চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
নিজেস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারের ১০ টাকা কেজির ফেয়ার প্রাইজ চাউলের কার্ড ৫০ টাকায় বিক্রি করছেন পূর্ণিমাগাঁতী ইউনিয়নের চেয়ারম্যান আল-আমিন সরকার।
তথ্য সূত্রে জানা যায়, উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ফেয়ার প্রাইজ ডিলার রাব্বি ইউপি চেয়ারম্যান আল-আমিনের সহায়তারয় কার্ড প্রতি ৫০ টাকা করে নিয়েছে। কিন্তু কাউকে কার্ড দিয়েছে আবার কাউকে কার্ড দেয় নি।
এলাকার কতিপয় কিছু লোক নাম প্রকাশ করতে না চাইলেও তারা বলেন লোকদেখানো মানবসেবার আড়ালে তার লোকজন দিয়ে হুমকি ভয়-ভীতি দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা ।।
এ বিষয়ে ইউনিয়নের ভেংড়ি গ্রামের কছিমুদ্দিন, মিনা খাতুন, শিল্পী খাতুন, কুলছুম খাতুন তারা ৫০ টাকা করে চেয়ারম্যান ও ডিলারকে দিয়েছেন বলে জানায়।
অণ্যদিকে পারকুল গয়হাট্টার ঝর্ণা চৌকিদারকে চাকুরি দেওয়ার কথা বলে ৯০ হাজার টাকা ও আট আনি সোনার গহনা ঘুস হিসেবে নেয়। চাকুরি না দেওয়ায় গত ১২ ফেব্রুয়ারী সন্ধ্যায় টাকার জন্য চেয়ারম্যানের বাড়িতে গেলে মারধর ও ভারত পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়।
আল-আমিন চেয়ারম্যানেরে কাছে জানতে চাইলে তিনি বলেন কে বা কাহারা মিথ্যা কথা বলে আমার সন্মান হানি কারার পায়তারা করছে
এ বিষয়ে ঝর্ণা চৌকিদার গত ১৪ই মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy