নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল গোলত্বর চামড়া পট্টি এলাকায় কালোবাজারে টিসিবির পন্য বিক্রির সময় সাধারণ জনগন এবং সাংবাদিকদের সহযোগিতায় সলঙ্গা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পন্য সহ তিন জনকে জিজ্ঞেসাবাদ করলে প্রাথমিক ভাবে তারা পন্য বিক্রির কথা স্বীকার করে।
সোমবার রাত ১০ টার দিকে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায় বগুড়া বনানী থেকে টিসিবির পন্য উল্লাপাড়ার ডিলার গৌতম দত্ত এবং ডিলার আবুল কালাম আজাদের ২ হাজার কেজি পিঁয়াজ,২০০ লিটার তেল,৪০০ কেজি ডাল,ও ৪০০ কেজি চিনি নিয়ে মোল্লা এন্টার প্রাইজে করে উল্লাপাড়ার উদ্দেশ্য রওনা করে। পরে হাটিকুমরুল গোলচত্বর চামড়া পট্টি এলাকায় এসে ৫২০কেজি পিঁয়াজ স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী হাসানের নিকট বিক্রি করে দেয়।
এসময় ডিলার গৌতম দত্তের ম্যানেজার শ্রী অরুন কুমার পুলিশের উপস্থিতিতে ৫২০কেজি পিঁয়াজ বিক্রির বিষয়টা স্বীকার করেন। এবং তিনি বলেন টিসিবি অফিস থেকে আমাদের পিঁয়াজ বিক্রি করার কথা বলেছে তাই আমরা বিক্রি করেছি।
সলঙ্গা থানার এস আই মাহবুব, ঘটনাস্থলে এসে বিক্রির বিষয়টা শুনেছে। পরে ওসির সাথে কথা বলে পন্যগুলো ম্যানেজার শ্রী অরুন কুমারের নিকট বুঝিয়ে দিয়ে মোল্লা এন্টার প্রাইজ যানবাহনটি ছেড়ে দেয়। মাহবুব বলেন ওসি স্যার আমাকে যে ভাবে বলেছে আমি তার নির্দেশেই তার কাছে পণ্য গুলো বুঝিয়ে দিয়ে গেলাম।
এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানী বলেন,এ বিষয়ে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। পিঁয়াজ বিক্রির বিষয়টা সত্য। ওসি আরো বলেন, পেঁয়াজ পজন শীল পণ্য তাই বাহিরে বিক্রি করতেই পারে,তাই ওখানে দায়িত্বে থাকা ডিলারের ম্যানেজার শ্রী অরুন কুমার এর জিম্বায় দিয়ে ছেরে দেওয়া হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy