সলঙ্গা প্রতিনিধি :
নির্ধারিত মুল্যের চেয়ে অধিক মুল্যে পেয়াজ বিক্রি করার দায়ে
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ পেয়াঁজ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুদ আহম্মেদ এ অর্থদণ্ডাদেশ দেন। র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিক থেকে বিকেল পর্যন্ত উল্লেখিত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করার দায়ে কামরুল ইসলাম (৪২), রওশন (৩৮), কমল আহাম্মেদ (৪০), মজনু মমিয়া (৩৩),আলম (৩৫), শাখাওয়াত (৪১), মজিবুর (৫০), মানিক মিয়া (২৯), রিপন সাহা (৩৫), রাধা রামন (৪৩) কে আটক করা হয়। পরে তাদের ওই ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিভিন্ন পরিমাণে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।